আমার অন্তর আত্মা আমার গর্ভধারিনী মা
তোমার কথা মনে পড়ে যায় মা
ছোট্ট বেলায় কষ্ট করে লালন করেছো মা
আমার অসুখ বিসুখে সেবা করেছো মা
তোমার কথা ভুলতে পারিনা মা।


লেখাপড়া আদব কায়দা শিখিয়েছো মা
খুব মনে পড়ে তুমি আমায় আদর করে –
স্কুলে যাবার সময় তোমার আঙ্গুল দিয়ে চুল আচড়িয়ে দিতে
আজ ও যখন চুল আচড়াই মনে পড়ে যায় মা।


মাগো তুমি আমার পাশে থাকো না কেন মা
পৃথিবীর কত মানুষের মায়া পেয়েছি আমি মা
আমার কত স্বপ্ন ছিল তোমার বুকেই থাকব
তোমার আঁচলের ছায়ায় থাকব
এখনো মনে পড়ে যায় মা।


মাঝে কেটে গেছে বত্রিশ রজনী
আজ আমি তোমার থেকে অর্ধশত মাইল দূরে
আমার মনে হয় আমি বহু দূরে
প্রতিদিন অফিস যাত্রার সময় মনে হয়
স্কুল পালানো বালকের মত আমি পালাই
তোমার বুকে মাথা রেখে খানিক ঘুমাই।


কই মা তুমি কোথায় থাক আমাকে ছেড়ে
আমার কথা মনে পড়ে না মা-
আমার যে তোমাকে খুব মনে পড়ে
অফিস থেকে বের হলেই মনে হয়
মা আমি পালিয়ে যাই তোমার কাছে।


মা যেতে পারিনা যখন তখন
এই শহুরে জীবন আমাকে আটকে রাখে
মা মনে চায় ভাই-বোন-তোমাকে নিয়ে
একসাথে বসে আহার করি
তোমাদের খুব মিস করি
কিন্তু মা আমি পারি না
এই শহুরে জীবন আমাকে আটকে রাখে।


যেনে রেখো সময় সুযোগে সব ছেড়ে ছুড়ে
চলে আসব তোমাদের খুব কাছে
হয়তো কিছুটা বিলম্ব হবে
তাই বলে অভিমান করে
তোমরা আমাকে দূরে ঠেলে দিওনা
কোথাও হারিয়ে যেয়োনা।


আমি মনে মনে ভাবি এইতো
আর কিছু দিন পরেই চলে আসবো
তোমাদের কাছে খুব কাছে
আমার অন্তর আত্মা আমার মা
আমাকে দূরে ঠেলে দিওনা
জানি তোমার খুব যত্ন নিতে পারি না
তাইতো আত্ম অনুশোচনায় ভুগছি
আর তোমার কথাই ভাবছি।