তোমার মোহে মেতেছি
রঙ মেখেছি মননে
সঙ সেজেছি বসনে।

হাসি পায় হাসি পায়
স্বলাজ ভাবনায়
শূন্য হৃদয়।

ফাঁপা ফাঁপা বুলি
হন হনিয়ে চলি।

মুচকি হাসি পায়
ভেতরে কুকড়ে যাই।

দাড়াবার শক্তি নাই
তবুও দাড়াই; অভিনয় করি।