ভালবাসা নিয়ে কিছু বলতে চেয়েছিলাম
শ্বাপদসংকুল মানবকুলের হিংস্র চিৎকারে
নিজেই বাকরুদ্ধ হয়ে বোবা হলাম।
ভালবাসা যে কঁচি কোমল ফুলের কুড়ি
এত উত্তাপে কি বাঁচে?


ভালবাসা নিয়ে কিছু লিখতে চেয়েছিলাম
চতুষ্পদী মাখলুকাতদের উল্লম্ফনে
ভালবাসা লজ্জা পেয়ে লুকিয়েছে
শতাব্দীর আদীম গুহায়।
ভালবাসা যে সম্মানিত অনুভুতির দল
এত কটাক্ষে কি টিকে?


তবুও ভালবাসা শেষ পর্যন্ত ভালবাসাই
অনেকটা শহীদ মিনার কিংবা স্মৃতি সৌধের মতই
তাকে রুখো কিংবা ঘৃনা কর,
সে যে অম্লান বদনে দাড়িয়েই থাকবে,
তাকে লালন কর বা নাই কর
সে যে বিলুপ্ত হবার নয়।


ভালবাসা কখন কবিতা হয়?
প্রাগৈতিহাসিক কালের অনুভুতিরা যখন
পঁচে গলে জৈব সার হয়,
ভালবাসা তখনই মহীরুহ হয়
কবিতার খাতায়।