তখন গোধূলি ছিল; 
ছিল পাখীদের কুলায় ফেরার তাড়া, 
বাতাসের বেগ মাঝারি,
আকাশে ঝুলন্ত হলদে চাঁদ,
একটা উড়ন্ত চুপসানো বেলুন,
লাইটপোস্টে বসা একাকী কাক,
বাতাসে ভাসছিল একটা 
ছেড়া চিঠির কিয়দংশ।
সারি সারি কুটিরের বাতি জ্বালানোর 
প্রস্তুতি; অতঃপর 
দিনের শেষ রশ্মি জানান দিয়ে গেলো --
আমি বেঁচে আছি আজও !