আর কেউ কাছে নাইবা আসুক 
তুমি তো কাছে আসবেই --
অনেক ঝড় ঝাপটা পেরিয়ে 
বীর নাবিকের বেশে 
ভেজা তনুতে জড়িয়ে ধরবেই। 
তুমি তো ভালবাসবেই।


আর কেউ সাথী হোক বা না হোক
তুমি তো হতে চাইবেই --
তুমি যে চিরন্তন প্রেমিক; তোমার 
কোন অনীহা থাকতে নেই;
অরুচি, বিতৃষ্ণা থাকতে নেই;
তুমি তো পাশে থাকবেই।


যদিও কাঙ্খিত তুমি আর বাস্তবের
তুমিতে বিশাল ব্যাবধান। 
বাস্তবের তুমি প্রেমিক হলেও বীর নও
-- এক ভীরু কাপুরুষ; সাথী হয়েও
সাথে নেই; পাশে থেকেও আনমনা;
আমায় গ্রহণ করেও চরম অনীহা -- 
তবুও মন বলে -- কেন জানি মন বলেই 
যায় -- তুমিই বুঝি সেই চিরন্তন প্রেমিক।