আজ আমি আত্ম-দর্শন করতে চাই
        কে আমি?
          কেন আমি?
            কিসের জন্য আমি?
              জীবনের উদ্দেশ্য কি?
এতদিন শুধু বাঁচতেই চেয়েছি,
একান্ত নিজের মত করে,
এবার আমি নিজেকে তুলে ধরতে চাই
সবার সম্মুখে, উজাড় করে দিতে চাই
আত্মপ্রকাশের পথে অগ্রসর হতে চাই
চিৎকার করে বলতে চাই, "এই আমি"।


পথভ্রষ্ট, উদ্ভ্রান্ত আমি
এক গরবী নাবিক ছিলাম
জীবন নদীতে ভাসতে গিয়ে দিশাহীন,
তিক্ত, বিরক্ত, অনুতপ্ত, শোকতপ্ত আমি।
আজ আমি নিজেকে পোড়াতে চাই
অগ্নিসম লোহার ন্যায়;
তারপর হাতুরির আঘাতে আঘাতে সবগুলো সিড়ি পেরিয়ে নিজেকে জানতে চাই,
আত্ম-দর্শন করতে চাই।


তিক্ত, ক্ষণপ্রভা আমি,
আমি জলন্ত কাঠ, নিজে পুড়ি এবং পোড়াই,
আমি দুর্গন্ধ, লোকে ভ্রুকুঞ্চিত ও নাক বন্ধ করে যায়।
এবার আমি আমার আত্মার আত্মীয় হতে চাই
দিগন্তবিস্তৃত সুগন্ধ ছড়াতে চাই
নিজেকে সম্মুখসমরে নিয়ে যেতে চাই।


কোনকিছুকে জানার, নিগুঢ়ভাবে বোঝার,
তার বিশদ পর্যালোচনার উপায় নাকি ধ্যান।
মনের অনন্য একাগ্রতা, আজ
মৃন্ময় আমি অভিনিবেশ করব চিন্ময়ের।
ধ্যাতা সবসময় পছন্দসই ধ্যেয় বেছে নেয়,
আমার ধ্যাতা এবং ধ্যেয়, আমি।


জীবনে যা চেয়েছি আমি তা পাই নি,
যা পেয়েছি আমি তা চাই নি। 
যা চেয়েছি বা পেয়েছি,
খুব ভুলকরে চেয়েছি, পেয়েছি
এবার সঠিকের পথে যেতে চাই।
সবার আগে নিজেকে জানতে চাই
আত্মতত্ত্ব জেনে দিব্যজ্ঞানী হতে চাই
আমার মনের ঘোর কাটাতে চাই,
আমার মনের মানুষের সন্ধান চাই।


আমি রাতের আকাশ দেখে বিশ্মিত হতাম
সমুদ্রের বিশালতা অনুভবে বিশ্মিত হতাম
আজ আমি মহাবিশ্বের মহাবিশ্ময়,
নিজেকে দেখে বিশ্মিত,
এই বিশ্ময়ের সমাধান করতে চাই
আত্মদর্শন করতে চাই।