একটি অনাহারী শিশু, তৃষ্ণার্ত
শুষ্ক ঠোঁটে শ্বাসত্যাগের সন্ধিক্ষণে-
একটি শকুন তার শিয়রে উপস্থিত।
হয়ত কারো ভালোবাসার ডাকে
সব পাবার আশায়, অঙ্গীকারে
ভুমিষ্ঠ হয়েছিল, একা।
জননীর কোমল পরশ থেকে বঞ্চিত
হয়তবা কারো ভালোবাসার ফসল,
কোন উন্মত্ত মাতালের অদম্য বাসনা
কোন ধনীর দুলালের নিদ্রাবিলাস
কোন রাজনীতিবিদের ক্ষনিকের মোহ
কোন ধর্ষিতা নারীর লজ্জার ফসল।
কি দোষ ছিল তার?
একটি টলমল শিশিরবিন্দুর মত
হাজারো মানুষের ভীড়ে একা
নাগরিক সভ্যতার উদ্ভাসে
একটি শুকনো পাপড়ির মত ঝরে পড়ছে
বিদায় জানাচ্ছে পৃথিবীকে।
চোখের কোনে জমাট বেধেছে
থেমে থাকা অশ্রু,
তার না থাকা অস্তিত্বের
সমস্ত বন্ধন ছিন্ন করে
চলে যাচ্ছে পরম শুন্যে।
একটি শকুন তাকে ঠোকরাতেই
আরো সতেরটি এসে হাজির
পা, চোখ, হৃদপিন্ড -
কি করুন বিভৎস
সমাজের নোংরা, আবর্জনার মত
শ্রেষ্ঠতম ভালোবাসার ফসলের পরিণতি।
কি দোষ ছিল তার?
সমাজের ভদ্র মানুষরূপী শকুনগুলো
আজো বুকফুলিয়ে হেটে বেড়ায়
দৃঢ়চিত্তে।।
১৩/০৪/২০১৫