কেবলই দৃশ্যের জন্ম হয়, অবিরাম
দৃশের পটে দৃশ্য রচিত হয়,
একজন জন্মান্ধের স্পর্শে যে চিত্র
তার মানষপটে ফুটে উঠে,
একজন মানুষ কি তা দেখতে পান?


কথাগুলো শেষ হয়ে যায় দিন দিন
আমরা ক্রমশঃ হয়ে উঠছি শব্দহীন
মৌন স্বপ্ন-ময়ূরের ডানায়,
মেঘের ঘোমটা তুলে'
বিষন্নতায় চেয়ে থাকি চোখ তুলে'।


অনুভবের কোনো অবয়ব নেই,
জলের মত বা বাতাসের মত নয়
কিছুটা সদৃশ হলেও একে -
কুক্ষিগত করা সম্ভব নয়।
আমরা পরস্পরকে স্পর্শ করি
সন্তপর্নে অনুভুতির আবহগুলো
আলাপচারিতার প্রান পায়, বাক্যবিহিন
থিতানো সম্পর্কে ছড়ায় সংবেদের নীল।
১৩/০১/২০১৬