আমার হৃদয়মাঝে হৃদয়হরনী, মাগো তুমি
মা, মাগো তোমার তুলনা তুমি
কখনোবা তুমি ছিলে কন্যা, ভগিনী, খালামনি
রমণী অথবা অপরূপ রূপে পুরোদস্তুর জননী,
তোমার স্নেহাসিক্ত নয়নযুগল, করে মোর শঙ্কাহরণ।


মাগো, তুমি না থাকলে আমার পৃথিবী দেখা হতোনা
স্নেহ, ভালোবাসার সংগা জানা হতোনা
জীবনের মত করে জীবন চেনা হতোনা
জীবনের শ্রেষ্ঠ সম্পদটি পাওয়া হতোনা
জীবন এতো মধুর হতোনা, দুঃখের ডালি ফুড়াতোনা।


মাগো বাংলা তোমার মুখের ভাষা,
সেই ভাষাতেই আমার প্রথম কথা শেখা, "মা"
যুগ যুগ অবহেলা পেয়েছে মা তোমার মায়ের ভাষা
শাষনের নামে শোষনের কথা, অনাদর ও বৈষম্যতা।


ইচ্ছে হলেই বলা যেতনা সুখ দুঃখের কথা
বাংলাকে হিঁন্দুয়ানি ভাষা বলে উর্দুকে বানিয়ে দিলো রাষ্ট্রভাষা
তোমার মুখেই শুনেছি মা, বায়ান্নর আত্মহুতির কথা
সালাম, রফিক, জব্বার, বরকতের সাহসিকতা
‘রাষ্ট্র ভাষা বাংলা চাই’ স্লোগান মুখরিত আত্মত্যগের কথা
মা বলে ডাকার জন্য তোমার সন্তানেরা বুক পেতে নিল নির্মমতা
আমরা পেলাম প্রানের ভাষা, মায়ের ভাষা, আমাদের বাংলা ভাষা।
প্রাণ পেল আমাদের স্বাধীনতা, প্রথম পদার্পন, বিজয়, শুরু হল সাধনা...


মা, বাংলা তোর মুখের ভাষা, মায়ের ভাষা, এই আমাদের গর্ব
তোর দামাল ছেলেরা হতে দেয়নি এই অধিকার খর্ব।
মাগো তুই তো জানিস কথায় আমি বোঝাতে পারি অল্প
তাইতো মা বাংলাকে ভালোবাসি, বাংলাতেই লিখে বলি, বলবো।
মাগো তোমার মাঝেই জীবন শুরু তোমাতেই শেষ
তোমার কথা বলতে গেলে এজীবনে হবে না শেষ
তুমি আমার প্রথম সূর্য্য, রাখালিয়া বাঁশির রেষ
তোমার রুক্ষতা, কঠোরতার মাঝেই বিরাজ করে মমতার আবেশ।
১৭/০২২০১৬ ১৩ঃ১৭ (মা ও মায়ের ভাষা)