বন্ধুত্ব, অশ্বথের ছায়া বিছানো কোনো নিরব শক্ত মাটি
সহজ সরল এই সম্পর্কের মানে আমরা ক'জনইবা জানি?


বন্ধু মানে একতা, এক আত্মা, জীবন্ত এক আরশী
বাস্তবতার আঙিনায় বসে আঁধার ঘরের স্নিগ্ধ প্রদীপ খুঁজি,
বন্ধু মানে হৃদয়মাঝে নীলাকাশ, তুচ্ছতায় ভালোলাগার স্বাদ
দুঃখের মাঝেও সুখের ছায়া, ভালোবাসার মায়ায় একসাথে চলা।


বন্ধু মানে শরতের স্নিগ্ধ আকাশ, পাহাড়ের বুকে বয়ে চলা নদী
দিগন্তরেখায় বিশ্বস্ততা ও শর্তহীনতার সংঘবদ্ধ এক দাবী,
হৃদয় স্মৃতিপটে চির-অম্লান পেন্সিলে আঁকা তোদের ছবি।


বন্ধু তোদের জন্যে মনের অচিনপুরে একান্ত পিছু টান
ধন্য আমি জীবন চলার পথে তোদের পেয়েছিলাম,
তোদের সাথেই হাসি-কান্না, যখন-তখন গলা ছেড়ে গান
তোদের সাথেই ঘর পালিয়ে দিক-শুন্যপুরের অভিযান।


বন্ধু মানে দূর আকাশে উজ্জ্বল তারা, একটু মান অভিমান
তোদের ছাড়া একমুহুর্তও কাটেনা, আচ্ছন্ন মন দিশেহারা প্রাণ।
বন্ধু মানে তোর দু’চোখে নিজকে দেখা, দখিন হাওয়া
আনন্দে আটখান, বৃষ্টিস্নাত অকারণে হাঁটা, জীবন ছায়া
তর্কাতর্কি কিংবা মারামারি, অল্প খাবার ভাগকরে খাওয়া
এক আসরে সবাই মিলে অভিন্ন গান গাওয়া।


বন্ধু মানে জীবনবোধ, চাইনা আমি অজস্র লাল গোলাপ
বন্ধু তোদের পেয়েছি আমি এতেই অবাক।
বন্ধু তোদের মানে উত্তাল নদীর আছড়ে পড়া ঢেউ
বন্ধু তোরা ছাড়া মোর তরে জীবন দিতে পারে না কেউ।