শিখে নিও মোমবাতির ধারাপাত
তিলে তিলে নিজেকে জ্বালিয়ে
করে দেয় শেষ
শুধু নিরবে স্বহাস্যে
করে যায় সমাজকে আলোকিতো
কষ্টকে ঢেকে রাখে আর
নিরবে কেঁদে বুক ভাসাই
কষ্ট ঢেকে হেসে যায় শুধু  
সমাজ আলোকিত করবে বলে


শিখে নিও মোমবাতির ধারাপাত
তিলে তিলে নিজেকে শেষ করে
অন্যের পথকে সুগম করা