অব্যক্ত অভিশাপ
সামিউল ইসলাম


তোমাদের বন্দুক, অপবিত্র বুলেট
অসহায় আর নিস্পাপ যত মানুষ
প্রাণ সংহারে, গোর্জে ওঠো বারেবার।
দম্ভভরে দাপিয়ে বেড়াও এদিক সেদিক
পৃথিবীর প্রাতিটি প্রান্ত তোমাদের-
অপবিত্র ইশারায় হয়ে ওঠে ধ্বংস্তুপ।


সুবিধা মতো বানিয়ে নাও আইন যত,
ঠিক মগের মুল্লুক এধুলি-ধরা আজ ,
হীন স্বার্থে খালি হয় মায়ের আচল
এক মাত্র সম্বল প্রিয় খোকা,বোনের
ভালোবাসার প্রিয় ভাই, বুক ফেটে যায়।
ভাবতেই থমকে দাঁড়ায়, নিস্তব্ধ বিকল।


কাপেনা শুধু জালিমের নোংরা হৃদয়,
পিশাচ প্রেতাত্মা আছে যত শত
তুষের আগুন জ্বলে লেলিহান শিখা হয়ে
জালিয়ে পুড়িয়ে ছার-খার করে
জনপদের পর জনপদ, মহাকালের স্রোতে
স্বপ্ন বোনা পাখি, নীড় ছাড়া হয়।


হে দাম্ভিক! শুধু তোমার জন্য
দাওয়াত রইলো আজ এ ক্ষণে
লাড়কির সুন্দর পরিণতি দেখার।
অন্যকে পোড়াতে অবশেষে নিজের
করুণ পরিণতি দেখেনিও বন্ধু।


হে অত্মাচারী! প্রতিটি জলস্রোত
বেছে নেয় গতিপথ প্রয়োজনে,
শুধু ভেঙ্গে যায় আর গড়ে তোলে
কত শত জনপদ বাঁকে বাঁকে তার।।


মজলুমানের চোখের লোনা জল
স্রোত হয়ে ছুটে চলে দিক বিদিক
আর বারে বার আসে ফিরে
প্রলয়ংকরি হয়ে, জনপদে ইতিহাসে।।


(হে রব্বুল আলামীন, আমাদের সকলকে তোমার গজব থেকে হেফাজত করো। আমরা বড় অসহায়। আমাদের আর চাওয়ার কোন জায়গা নাই।)


২০/০৪/২০