কত যে হলো দিন বৃষ্টিতে ভেজা হয়না,
বিল-বাদড় পুকুর ডোবায় মাছ ধরা হয়না,
ঝড়ের দিনে ইচ্ছে হলেও আম কোড়ানো হয়না,
রাখাল ছেলের গরুর পালে মাঠ দেখা হয়না।


এইতো সেদিন ছেলেরা সব ডাঙ্গুলি খেলতো
আজ এখানই এসব কথা হয় যে মনে গল্পো
আগের দিনে কলের গানে উৎসব হতো কত,
ঠিক এখনই এসব কিছু হয়যে মনে ফালতো।


ক'দিন আগেও চিঠি পড়ে চোখ হতো ছলোছল
ইচ্ছে হলেই এখন সবাই দেয় ভিডিও কল,
মাঠে ঘাটে বনবাদড়ে হরেক রকম ফল হতো
এখন সবাই বনসাই করে, চারাগাছে ফল।