দৃশ্যত ! এ নগর আমার নয় ।
বড্ড বেশী ফাঁকা,
এই তিলোত্তমা রাজার শহর ।
যত্র তত্র নিত্য বেহুদা যন্ত্রণা,
ছুটে চলা অস্থির মানুষ গুলোর,
অহেতুক উত্তেজনা,
হঠাৎ থমকে গেছে
কোনও এক যাদুকরের-
নগ্ন হাতের মন্ত্র ছোঁয়ায় ।
আমি আবার ও বলছি,
এ শহর ও নগর আমার নয় ।
নিত্য যেথায়
এ সময়ের নাগরিক সভ্যতায়,
জরা,রোগ-ব্যাধি আর বিষাক্ত ধোঁয়ায়,
পথচারী মানুষের,পথ চলায়,
অহেতুক মর্মান্তিক বিদায়,
সর্বক্ষণ ভয়তুর আশংকায়
এভাবেই দিন চলে যায় ।
সত্যি বলছি-এ শহর ও নগর,
কখনোই আমার নয় ।
নিছক একটি ভাইরাসের উৎপাত শঙ্কায়,
দাপুটে বিশ্ব নেতারা-
কেন আজ এত অসহায় ! নিরুপায় ?
গৃহবাসী বেসে
ফাঁদ পেতে আছে কোন আরাধনায় ?
আমি দিব্বি দিয়ে বলছি,
এ নীরব বিশ্ব শহর ও নগর আমার নয় ।
সুনির্মল বাতাসের মোহনায়,
আকাশ ভরা মেঘের ভেলায়,
পাখিরা উড়ে মুক্ত পিপাসায়,
উলঙ্গ অস্থির নেশায়,
''নভেল করোনা'’ভাইরাস
কভিড-১৯ এর আগ্রাসী ভূমিকায়,
অজানা মৃত্যুর নির্বাক শূন্যতায়,
উন্মাদ মন কাঁদে কোন কামনায় ?
আমি পুনরায় বলছি,
এ নিস্তব্ধ শহর নগর আমার নয় ।
জেনেভা লেকের ধব ধবে সাদা হাঁস গুলো
যেথায়,গলা উঁচু করে নির্বাক দৃষ্টিতে চেয়ে রয়,
মানব সভ্যতাকে খুঁজে ফেরে জগৎময় !
টাওয়ার অব ব্রিজ,
সঙ্গিহারা কাঁদে একা একা নিরালায়,
আইফেল টাওয়ার
রাত,আকাশের তারায় তারায়
এ সময়ের সাক্ষী হয়ে,
ইতিহাসের পাতায় পাতায়
বেদনার কি কথা শুধায় ?
ভালবাসার তাজমহল,
প্রেমহীন দহন জ্বালায়
কেঁদে কেঁদে বলে হায় !
হে প্রিয় মমতাজ,
তুমি কোথায় ? তুমি কোথায় ?
আমি শেষবারের মত বলছি,
এ শহর-নগর ও জগত আমার নয় ।
ক্ষুদ্র অথচ সুপারপাওয়ার
জীবাণু করোনার আড্ডায়,
লন্ড-ভন্ড লকডাউনে শোকাহত দুনিয়ায়,
অদৃশ্য প্রেমের করুণায়,
প্রজাপতিরা যদি অনাদিকালের
দিন যাপনের দ্বিধাহীন রং ছড়ায়,
মানুষে মানুষে জাতিতে জাতিতে
মিলে মিশে একাকার হয়ে যায়,
তবে কে বলে রে !
এ জরাগ্রস্ত বিশ্ব ভূমে,
এত লাশের মিছিল আমাদের নয় ?