হঠাৎ চারিদিকে
এ বিশ্ব মহাজগতে
অজানা এক পূর্ণিমা রাতে ,
খবর এলো -
‘নভেল করোনা' নামে
চিনের উহান থেকে নির্জনে ,
এক ভাইরাস রোগ ,
আসিয়াছে করিতে ভোগ ,
অগণিত মানবপ্রাণ অভ্যন্তরে ।
বর্ষা ভেজা অপরাহ্ণে
একাকী শান্ত নীরব আবেগে
নরম সবুজ দূর্বাঘাসে ,
অপরূপ মৃত্তিকালয়ে ,
বসে ভাবি , চিরসত্য মানবের ধরালয়ে ,
এ কোন অর্বাচীন অতিথি
ভালোবেসে কি খেয়ালে !
‘'রাক্ষসী হাত পোকা'’ বেশে
হাঁচি কাশি ছোঁয়ার হাতছানিতে
এলো মৃত্যু মিছিলে সাঁজোয়ালয়ে ?
শহর নগর বন্দর জুড়ে
মানুষের সমাগম ভিড়ে
চুপে চুপে পরাশক্তি ও প্রযুক্তির অগোচরে
নক্ষত্রশবিত অবিচল বহ্নি বাতাসে
দেশে দেশে সোনালি প্রভাত দিবসে
কোথা থেকে এলো জ্বালাতে ?
নিত্যকর্ম অন্বেষণ মানব কল্লোল কোলাহলে
তিমির বিনাশী ভ্রান্ত বিলাসে
শিশির ভেজা সাজানো দুয়ার প্রান্তরে ,
কার অভিশাপ অজুহাত ইঙ্গিতে
স্নেহ প্রেম মায়া মমতাকে এলো ভুলাতে ?
অচেনা রাজ্যের কনভয়ে চড়ে
জগতময় সকল কপাট অবরুদ্ধ করে
বৈরি তরঙ্গ ক্ষুধা নিবারণে ,
নষ্ট দুষ্ট চক্র জোয়ারে
‘’করোনা কভিড-১৯'’ তুমি এলে
স্বপ্নিল শান্তির বিভা প্রচ্ছদ পটে ,
একাকী শোভা পেতে ?
প্রিয়ার অদম্য আলিঙ্গন মধুর স্পর্শ থেকে,
বিনাদোষে নীরব গোপনে,
অতি অহংঙ্কারে কার ভরসা ও চেতনায়,
মৃত্যু আতঙ্ক অলিক মৃত্তিকায়
চির বন্ধনকে মিছে ঠেলে ফেলে,
নষ্ট দাম্ভিক নক্ষত্রলোক-
কি গল্প শুধাতে চাও !মানুষ ও প্রকৃতির মায়াতে ?
অদৃশ্য অন্তরিক্ষে জীবনের স্পন্দনে
ক্রমাগত চরিত্রহীনা জীনসত্তার পরিবর্তনে
সম্ভাবনামুখর চিকিৎসা জগতে
অজানা ছলা কলা কৌশল ছায়াতে,
পরম আদরে পাশে থেকে-
সাম্যবাদী চেতনায়,হেনেছ আঘাত ।
চিকিৎসা ব্যবস্থাকে করেছ কুপোকাত ।
তুমি নিখুঁত নির্ঘাত-
কালজয়ী ভাইরাস সৃষ্টির বৈরী ।
মৃত্যু ভয় বিভীষিকা মহামারী,
পলাতকা,অ বিবেচক,সর্বনাশী,
শাশ্বত জীবনের সত্য প্রাণ
আঘাতে করেছো চূর্ণ ।
রোগ ব্যাধি ললনা থেকে তুমি অনন্য ।
তোমার সম্প্রীতির পরশ ছোঁয়ায়,
ক্ষমতাধর পরাশক্তির রসিক হোতারা,
আজ উদ্বিগ্ন,তটস্থ,বিভ্রান্ত,পরাস্ত ।
নিজেরা নিজেকে করেছে একাকী অবরুদ্ধ ।
অতি ক্ষুদ্র অথচ-
অদ্ভুত ক্ষমতা ও শক্তিতে তুমি অনন্য ।
স্বপ্নের নিখিলে অশুভ,অসীম,অতল,নীল ।
শবযাত্রার সমস্ত আকাশ ছোঁয়া শকুন চিল ।
জীবন যাত্রার তাড়নায় এই অমিল-
আবার কখনো শিথিল না মানার গড়মিল ।
তুমি কর্মহীন,রীতি নীতিহীন,চরিত্রহীন ।
মানুষের স্বাধীনতাকে করেছ পরাধীন ।
তোমার চুম্বন আলিঙ্গন-
বাহুর বন্ধনে নিজেকে করেছ লজ্জাহীন রঙ্গিন ।
এ যেন এক অন্যরকম বিবর্ণ রক্ত ক্ষরণ ।
তোমার আগমন, কুৎসিত বিচরণ,
তবে কি সেই উচ্চারণ !
যাদুকরের মনোমুগ্ধকর বাণীর মতন ?
আদি থেকে অন্ত,চির জীবন্ত,
স্রষ্টার সৃষ্টি,অসীম সত্য,
পার্থিব জীবন ভক্তি ও কল্যাণে,
সকল অবদান স্রষ্টার করুণা ও দানে ।