কত সাজে এলো গেলো !
এই বসন্ত বেশ তো পেলো !
সীমাছাড়া তোমায় নিয়ে
ঠাট্টা হাসি কাটিয়ে দেয়া ,
অরণ্যতে দিনমান সারাবেলা ।
কত কি যে ছলা কলা !
আবেগের এই অহর্নিশ শারদবেলা
প্রেম ফোরাতে দেয় যে , প্রেমের জ্বালা ।
পায় না তোমায় গোধূললগ্নে
অস্তগামী সূর্যের আভায়
পথহারা পথিকের একটু দেখা ।
এই যে সখা !
এ চোখ জোড়াতে চোখ বুজলেই দেখি ,
একটি করে বারটি মাস !
তোমার চোখে আমার সর্বনাশ ।
ঐ যে আকাশ ,
মেঘবিদ্যুতে মাতিয়া কয় !
চির বেদনায় মন কাঁদে যে
এই বসন্ত জোছনায় ।