এই রাঙ্গা রোদ
সোনালী রোদ দুপুর
রৌদ্র ছোঁয়া ফাগুনের হিম বিকেল,
ধুলোমাখা যান্ত্রিক শহরের রাজপথ
বসন্ত বাতাসে হাসিছে যে আজ,
রুপদেবীদের ঘুমিয়ে থাকা রূপের ঘুঙ্গুর ।


তিলোত্তমা নগরীর,
চিত্রবর্ণ পল্লব আলোয়ে
রেখাপত্র ছায়ার ফাঁকে ফাঁকে,
নিতান্ত ই অলস অবশ অবনত মননে
পথ প্রান্তরে তোমার দু'চোখ,
হয়তো আমায় খোজে
নবারুণ এই বসন্ত বেলায় ।


আগুন ঝরা রাঙ্গা ফাগুনে,
কোকিলের কুহুতানে,
তোমার ই নিমন্ত্রণে
কোন এক অচিন ঘোর নীলিমায়,
তোমাতে আমি অজানায়
হারিয়েছি কত যে সময়=
ফাগুনের একান্ত অপেক্ষায় ।


রাত্রি শেষে ঘুম ভাঙ্গা ভোরে,
শিমুলের লাল রঙ্গা আলোড়নে,
প্রাণহীন পলাতকা মনভাবনায়
করি নি কো নিপীড়ন করঘাত=
কামনার আলিঙ্গনে ।


ঝলমল রোদমৃদুলা হিমশীতল পরশে,
রঙ্গিন বসন্ত শোভা আবেশে,
হয়তো ওরা গেছে মিশে
নিয়ন্ত্রণ হারা অন্তহীন বিশ্বাসে-
ফাগুনের এই রঙ্গবেলায় ।


দিন শেষে এই আমি,
দীর্ঘ নিঃশ্বাসে মৃদু হেসে,
ফিরে যেতে চায় এই মন, সেই পথে,
ছেলে বেলার স্মৃতিময় অতীত,
ধুলোমাখা খেলাঘর ফাগুন ঝরা
বসন্ত ভরা ইতিহাসে।