ছেলে বেলায়,
সেই ছোট্ট দুরন্ত সমুদ্র সীমানায়,
রঙ্গিন এক প্রজাপতি,
হাত দু'টি
বুকে চেপে ধরে বলে ছিল-
‘হৃদয় অস্তিত্ব শূন্য উদ্যানে
যৎকিঞ্চিত ঠাই দিতে ।'
আরও বলেছিল-
‘জীবন মায়ার সমস্ত অলিতে গলিতে,
প্রেম সাধনায় দীক্ষা দীক্ষিত করে
তারে বাঁচাতে।'
এখন শুধু মনে পড়ে.
কালো দু'টি চোখ জুড়ে
কি প্রেম ই না ছিল-
'রঙ্গিন প্রজাপতিটির,
মায়া ভরা অন্তর নীড়ে ।'
তারপর তারে আমি আজও পাইনি,
কীটে ভরা ফুল বাগানের  ভিড়ে ।