এই  স্নিগ্ধ সবুজ ঘেরা জলাধার,
গোধূলি ছোঁয়া অসীম দুর আকাশ,
মধু খোজে ফেরা-
অবারিত মধু-মাছিদের অপরূপ সুরধার,
বাঁধনহারা সেদিনের দুরন্ত কৈশোর,
পরিত্যক্ত সেই জীর্ণ কাঠের দুয়ার
তাই নিয়ে প্রাণপণ শেষবার
গড়েছিলেম-
অজানা সাহসে গগনছায়ে
অন্তহীন আত্মার প্রীতির মিনার ।
আজ শুধু সেই সব-
মায়া ভরা স্মৃতির আধার ।
এখানে এখন নেই,
ভোর প্রভাত আলো ছায়ের পটভূমি,
চৈত্র দুপুরের বিসৃত বেলাভূমি,
বসন্ত ঝড়ো বাতাসে লুটিয়ে পড়া
ছিন্ন পত্র পল্লবের সুরবাণী ।
নেই,দুরপ্রান্ত হতে ছুটে আসা,
বর্ষাজলের হিমজড়ানো হাওয়া ।
সাঁঝবিকেলে  তোমায় নিয়ে,
আমার নিত্ত আসা যাওয়া ।
নেই তো এখন ঘরে ফেরা ,
সন্ধ্যা পাখিদের সুরবাণী ,
কদম বৃক্ষের ছিন্ন ডালে ,
সত্য ও সুন্দর বসনখানি ।
বহুদিন পর তুমি ছাড়া একাকী আমি ,
এসে দেখি সেথা নেইকো স্মৃতিচিহ্ন খানি ।
কোথা হারালো ভোরপাখিদের উতলহারা গান
রঙ ছড়ানো প্রজাপতিদের সুরভিত উদ্যান ,
রৌদ্রমাখা বর্ষাস্নানে ভেজা ,
অনাদিকালের স্নিগ্ধ সকাল ।