পারো যদি আমাকে হত্যা করো ।
নিহত হতে চাই তোমার হাতে ।    
এ ইচ্ছে পাল্টাবোনা কোন মতে ।
প্রেম ভালোবাসা যেখানে
আমি হলাম বিতাড়িত,
চরম অপমানে নিন্দায় ভূষিত,
তোমার হৃদয় আঙ্গিনা থেকে বঞ্চিত,
থাকবোনা তাই,সেই মানুষের পৃথিবীতে ।
ভেবেও দেখলাম,
নিরীহ মনকে অহেতুক কষ্ট-যন্ত্রণা ও
নির্যাতন করার চেয়ে,ডের শান্তি মৃত্যুতে ।
ঠিক জানি না,
কোথায় কি করেছি অপরাধ ?
কথার ফুল ফুটিয়ে,
দেখিয়েছ বা কেন স্বপ্নের স্বাদ ?
আবার দিলেই বা কি ভেবে-
মাতাল সাজিয়ে অপবাদ ?
তাই করেছি পণ,
তুমি বেঁচে থাকতে দিবো না তুলে এই প্রাণ-
দানব স্বৈরাচারী প্রেমিক অথবা
নিষ্ঠুর কোন প্রকৃতির মায়াতে ।
আমি লাশ হবো তার ই হাতে,
যে প্রেমের জন্ম,তোমার ই মতো-
এক ছলনাকারী প্রেমিকের হাতে ।