আওয়াজ শোন
ঐ আওয়াজ শোন,
কৃষ্ণ কালো ঐ কিশোরীর,
হৃদয় হারা করুন সুরের কান্না শোন ।
তোমরা শুধু শোষণ চেনো,
অকারণে আঘাত হানো,
ঘৃণা চেনো-বিভেদ চেনও,
হরণ চেনও-রক্ত চেনও,
গড়তে তো নয় !
তোষণ জানো,ধ্বংস দানো,
কৃষ্ণ কেশী ঐ কিশোরীর,
আর্তনাদের ডাক শোন ।
অত্যাচারী অবাঞ্ছিতা ,
ঐ কিশোরীর চিত্র যেন,
নগর সভ্যতার দহন দানো ।