আমি যখন,নীল আকাশ জুড়ে
সাদা মেঘের ভেলায়—
শুভ্র সুন্দর বক গুলোকে ভেসে যেতে দেখি,
নিত্য নতুন রং ছড়িয়ে
মনের ফ্রেমেতে তাহার লাজুক ছবিটি আঁকি ।
আমি যখন মেঘে ভেজা দুপুরে,
স্মৃতিময় গল্প গুলোকে-
গুন গুন সুরে ছন্দ তুলে সুরের বাঁধনে বাঁধি,
এই একাকী আমি,
নিজের সাথে নিজেই করি মাতামাতি ।
কখনো আবার কেবলই যে মনে হয়,
তোমাকে না পাওয়ার বেদনায়,
সাথি হীন সারাদিন রাত্রি,-
এপার ওপার,আনমনা হয়ে পথে পথে  ঘুরি ।
আমি যখন,হিম হাওয়ায়
সোনালী ধানের সবুজের দো দুল বুকে
গুবরে পোকাদের,রক্তিম গোধূলি বেলায়-
উড়ো উড়ি দেখি,
তখন কেন যেন মনে হয়,
আধার ভরা দুঃখ রাত্রির টুং টাং শব্দ ছাড়া
এ জীবনে আছে কি বাকি ?
আমি যখন,
শস্যবনে রং ছড়িয়ে, হলুদ রাঙ্গা জমিনে,
রঙ্গিন পাখায় প্রজাপতিদের
নিত্য নতুন নৃত্য দেখি,
অলিক স্বপ্নের বিবর্ণ মোহনায়-
নিজেকে হারায়ে আপনাতে আমাকে খুঁজি ।