ক্ষণ জন্মা নষ্ট নীড়ে,
রবির আলোয়ে
হাজারও মানুষের ভিড়ে
ভিড় করে আছে যারা,
এই বসুধায়!
অন্য রকম বিভীষিকায়,
মারখেয়ে বেচে আছে যারা,
নীরব করুণায় ?
আগামী ভোরের প্রতীক্ষায়,
হয়তো কোন একদিন,    
ভোর প্রভাত ঘূর্ণী স্রোতে
আসিবে ফিরে,
দুর্জয় শক্তি ও অগ্নি মূর্তিতে।
আকাশ-নীলা রক্ত-রাঙ্গা স্বর্গ হতে,
আসিবে ফিরে সাহসী মিছিলে,
প্রতিবাদী বিদ্রোহ বেসে
অনবদ্য কন্ঠদ্রোহী হয়ে,
আমাদের এই মুক্ত পৃথিবীতে।