সাজানো বানানো  
মাতানো ভুলানো
নিদারুণ মিথ্যে যত ভ্রান্ত ইতিহাস,
দুঃশাসনের যাতনালয়ে
আর কত কাল-
ভূলুণ্ঠিত হবে সত্যের অলংকার ?
অবশেষে এলো ফিরে
স্মৃতির প্রাসাদে 'একুশ' আরেক বার ।
বর্ণীল উত্তাপ মৌন মিছিলে,
ফাগুন রাঙ্গা বসন্ত বোধের চেতনায়,
'একুশ' যে আজও কাঁদে নিঃশব্দ তন্দ্রায় ।
কৃষ্ণচূড়া রাঙ্গা ফুল শাঁখে,
শিমুল পলাশ ফোটা বসন্ত তাজিয়ায়
কোকিল ডাকা আধ-কুয়াশা মাখা,
'একুশ' বারে বার ফিরে বলে যায়-
' তুলে নিতে হাতে হাত হাতিয়ার,
মুক্তিতে প্রতিবাদ জনতার অধিকার,
'একুশ'এ বাংলায় চিরকালের অহংঙ্কার।'