খুব ইচ্ছে করে,
বিস্তৃত নীলাভ আকাশের  
সীমাহীন নীলে-
নিজেকে নিজেই সাজাই।
যা কিছু সংগ্রহ করতে চাই,
সত্যি যদি-
তার অল্প কিছু পেয়ে যাই,
আমি আমার
রুগ্ন সমাজ আসরে দাঁড়িয়ে,
এ টুকু বিশ্বাসে বলে বুঝাতে চাই-
আজ থেকে যা কিছু হবে
আঁকা ঝোঁকা রঙ রেখা সৃজন,
তার সব কটি যেন হয়,  
আলোর আলোকিত ধারায়
সমাজ সংসারে সম্বরণ।
আমি তোমাদেরই আপন,  
অতি সাধারণ।
সহযোদ্ধা ও সাথী বন্ধুজন।