বৃক্ষঃ  কে তুমি ক্লান্ত পথিক ?
             ছুটছো কোথায় দিক বিদিক ?
  পথিকঃ  কার কথা ভেসে এলো এদিক !
     বৃক্ষঃ  ভয় নেই বন্ধু-' আমি বটবৃক্ষ বলছি' ।    
  পথিকঃ  ও তা ই বলো !
             আমি তো দারুণ ভয় পেয়েছি ।
     বৃক্ষঃ  একটু দাড়াও পথিক তুমি,
             ভীষণ তপ্ত মাটির ভূমি ।        
             খুঁজছ কাকে এমন করে ?
             রৌদ্র পোড়া এ ভর দুপুরে ?
  পথিকঃ  ঠিক জানিনা,
             তবে লক্ষ্য মোর দুর বহু দুরে ।
     বৃক্ষঃ  পথিক তুমি ক্লান্ত পরিশ্রান্ত,
             হৃদয় ও দেহ মন যদি হয় অশান্ত ?
             বিশ্রাম নেও মোর এ চরণে,
             এ সময় কিছু কথা বলি,যা দেখেছি জীবনে ।
  পথিকঃ  হ্যাঁ,ঠিক বলেছো,
             গোধুলকুলে,বক্ষ উজাড় করে
             তোমার শান্ত শীতল ছায়ে
             কত না জনপ্রাণীর প্রাণ জুড়িয়েছ ।  
             এমন কি কষ্ট ভরা রিক্ত কথা,
             তোমার ঐ শত বছরের মুক্ত সবুজ বুকে ?
     বৃক্ষঃ  জানতে পেলে ঘৃণায় তুমি ধিক্কার দিবে,
             জনম গাঁথা পাপী এই বট বৃক্ষকে ।
             বয়স আমার অনেক হলো ।
             জীবন এখন টলমল ।
             পথিক তুমি রাগ করো না ।
             মানুষ তোমরা ভীষণ খারাপ,
             কিসের বলে দেখাও প্রতাপ ?
             বলতে মোদের নেইকো দ্বিধা,
             বৃক্ষ দিয়ে ঘুচাও তবে প্রাণের সুধা ।
             সাবাড় করছো যেমন তেমন,
             বুঝবে না কো কিছুই এখন ।
             যুগ-যুগান্তরের সাক্ষী মোরা
             কাজ ফুরোলেই দেখাও ছোরা ।
             স্মরণ রেখো একটি কথা ,
             বৃক্ষ দিয়েই মিটাও প্রাণে
             জগত জুড়ে জীবন ক্ষুধা ।