কোন এক বসন্ত প্রহর দিবসে
দেখেছি কি তোরে !
ধুলো উড়া রোদ বিকেলে,
যান্ত্রিক নগর পথের ধারে প্রতীক্ষায় ?
অনিন্দ্য আনন্দ মনে
বছর ঘুরে কড়া নেড়ে দরজায় !
জামফুল ঝিঙ্গে বকুল গোলাপ হাতে ?
এলি বুঝি ফিরে ! নীলাকাশ জুড়ে,
চাঁদের আলোয়ে নিঃশব্দ জোছনায় !
বিষণ্ণ স্মৃতির দীর্ঘ নিশ্বাসে,
অলক্ষ্যে দু হাত বাড়ায়ে,
অদৃশ্য ছায়াটুকু ছুঁতে ছুঁতে,
অভিমান পাথর ভেঙ্গে বিশ্বাসে,
এলি বুঝি ! ব্রুকলি হৃদয়ে,
সবুজ শোভা মাখা পরমাতে ?
আমার সকাল দুপুর নিশিভোরে,
অদেখা চাপা পড়ে থাকা,
লুকানো ব্যথিত কষ্ট গুলো,
কে পারে রে ! তুই ছাড়া ভুলাতে ?
যতটুকু জানি,
ফেলে আসা স্মৃতিময় ক্ষণ গুলো,
বলেনি তো আজও অলক্ষ্যে,
চিরতরে ভুলে,নবনী রঙ্গে সাজাতে !
সেই থেকে প্রতিক্ষণ,
ন্যায় অন্যায়ে সোচ্চার প্রতিবাদে,
প্রতি নিঃশ্বাসে বিশ্বাসে
বাঁধনহারা স্মৃতি গুলো,
আজও উকি দিয়ে খুঁজে ফেরে,
সাদা ক্যানভাসে রং মাখিয়ে আঁকে,
দ্যা ভিঞ্চীর মোনালীসার ছবির মতন ।