অজানা উত্তাপ উৎকণ্ঠা আতঙ্ক অবিরাম,
দেশ হতে দেশ,দেশান্তরে একাকী নিরালায়,
COVID-19 ভাইরাস রূপে আজ একাকী  তুমি-
করোনা' নাম নিয়ে কাঁপায়েছ বিশ্বভূমি ।
নিষ্ঠুর ধূর্ত মরণ ব্যাধি রূপে প্রথম এলে 'উহানে'
হুবে' প্রদেশ থেকে স্রোতে ভেসে দেখা দিলে গণচীনে ।
প্রেম ভালবাসা আধুনিক জীবন মুখর ধারাপাতে,
ঘুম নেই আজ গ্রহবাসী নিখিলের আঁখিপাতে ।
দেহবাসী হয়ে মানব মননে শ্বাসপ্রশ্বাস ফুসফুসে,
খেলিছ যে কেন খেলা ! চারু চঞ্চল মুক্ত সবুজ বাতাসে ।
‘প্রাণ চাই প্রাণ চাই 'শ্লোগান ভরা মায়াবীথি আলিঙ্গনে,
মানব প্রাণ ভাবনা চিন্তা,জড়ো করেছো একখানে ।
প্রাণঘাতী মহামারী বিশ্বধরায় তুমি আতঙ্কবাজ,
মানব মানবীর সঙ্গতায় সাজায়েছ যে হায় মৃত্যুসাজ ।
অন্তহীন নীরব উৎসব সদর্পে নিঘাত রাত্রিদিন,
মৈত্রীর প্রাণ ভুবনে তবে কি মোরা উৎকণ্ঠিত পরাধীন ?
অদৃশ্য অচেনা শক্তির অসম মরণ সম্মুখ যুদ্ধে,
ধরণী মেতেছে নিত্য কর্ম ভুলে স্বাস্থ্য সু রক্ষা লব্ধে।
ভয়ঙ্কর মৃত্যু পিপাসা উৎসব আসরে ভাইরাস তুমি,
তোমার চরিত্র রূপান্তরে কাঁপে যে আজ বিশ্ব-মাতৃভূমি ।
শুনোনিকো জোটবদ্ধ বিশ্ব আজ গাইছে সেই মন্ত্রবাণী,
‘বাঁচতে হলে বাঁচাতে হলে মানতে হবে, আজ এখনি-
আধুনিক চিকিৎসা শাস্ত্র আদর্শ মতে, স্ব স্ব স্বভাবে
WHO স্বাস্থ্য বিধিধারা সঠিক ভাবে মানতে হবে ।
ক্ষুদ্রাতি ক্ষুদ্র ভাইরাস COVID-19 না হয় মৃত্যুতে অনন্য,
মানবঘাতী'করোনা' সত্য তুমি,বিশ্ব ভুবনে ধন্য হে ধন্য ।