কত যে রজনীর পর
এলে গো তুমি,তোমার রূপে
মেঘ ঘন প্রথম দিবসে ও বাদল !
ভুলেছো যে সব
আকাশ মেঘেতে ঝলকি বজ্র প্রেমে,
ফুল ফল পাতা লতা অরণ্য সকল ।
ভুলেছে যে কত শত অভিমান
যুগ যুগান্তরের পুরানা  -
“ঝড়ও বর্ষা ঘন আষাঢ়ের ঘোর শ্রাবণ ?“
এমনও দিনে-
অভিমানী প্রিয়ো কে প্রাণেতে নিয়ে,
অতীত স্মৃতির মধুময় সময় কে ধরে
করেছি যে শূন্য হৃদয় তে বরণ ।
থাক থাক পড়ে থাক !
ভেঙ্গে সব,কষ্ট-কণ্টক শত অভিমান,
প্রিয়ার দেয়া আমায় যত অপমান,
জগতের প্রেম ভালোবাসা
চিরকাল অটুট থাক নতশিরে সম্মান ।
হে মোর,প্রিয়ো আষাঢ়ের শ্রাবণ,
দাও বলে দাও ধরণীকে-
তোমার নিঝুম বৃষ্টিতে ভিজে
দেহ মন হৃদয়তে গড়ি তব নব জীবন ।