দিনে রাজা রাতে প্রহরী,
কেউ কেউ আমরা যে ভাই
নিত্য নতুন বেশভূষাতে,
দাপিয়ে বেড়াই পথভিখেরী ।
কেউ দুঃখী কেউ বা মাগি,
কেউবা আবার ভুক্তভোগী ।
কেউ ক্ষুধার জালায় দীক্ষা মাগ্যি ।
কেউ ক্ষেমতা ধরে লোভ লালসায়
না বুঝে রে হাতে তুলে নেই
কাস্তে লাঠি বৈঠা লগি,
সাতটি খুনের সাক্ষাতে
কে ফেরারি ? কে সে দাগী ?
চক্ষুদ্বয় দর্পে-প্রতাপ বড়াই !
সে কি নয় অপরাধী ?
ও পাড়ার ঐ সাতটি বাড়ির,
সাত সাতটি সরলমতি মিষ্টিভাবী,
ন্যায় বিচারের প্রত্যাশাতে প্রহর গুনে,
দিব্য শুনে রাত দিনভর
প্রাণ হরণের ধ্বনি ।
দুঃখ শোকে আতংকতে,
নিশীথ জাগে রোজই ।
কে দিবেরে ভরসাতে স্বস্তি ওদের লাগি ?
সাক্ষাতে আর বুদ্ধিতে যতই রে ভাই
যেমন খুশি সাজি !
ঐ যে দূর পানেতে বসে আছেন,
মহাজ্ঞানী একজনই যে,
জগত স্বর্গে হিসাব নেয়ার কাজী ।