জগতের সমস্ত প্রয়াণ ইতিহাস ভুলে
হায়-মৃত্যু! তোমার দুনিয়া থেকে-
আমাকে ফেরাও ।
তোমার রহস্যময়তার দুয়ার খুলে,
অবিরাম দুর্দান্ত প্রতাপ মোহনা কুলে,
প্রকম্পিত ধ্বনিত হুঙ্কারে
আমাকে ভেড়াও ।
শোষিত জনতা মিছিল শ্লোগানে
শৃঙ্খল মুক্তির পতাকা তলে,
বিক্ষোভ প্রতিবাদ সঞ্চালনে,
আমাকে সাজাও ।
অহিংসু পথহারা নিপীড়িত জনতার
স্বপ্ন আশার বিপ্লবী দামামায়,
মুক্তির আলোয়ে রাঙ্গিয়ে
আমায় আলপনাতে রাঙ্গাও ।
অগ্নুৎপাত উত্তাপ লেলিহান অগ্নি স্রোতে
মনন চেতনার মর্মমূলে,
সৃষ্টির সমস্ত মহাকালের
কৃত্তি মাখা কর্ম রথে -আমায় ভাসাও ।
হায়-মৃত্যু! তোমার দুনিয়ায়,
সমস্ত আত্মার নিসর্গ হতে
অবিরাম মৃত্যুর পয়গাম বার্তা না শুধিয়ে,
এ দেহের প্রাণ সম্ভারে
সু-দীর্ঘ প্রাণ প্রেরণার দীক্ষা দাও ।