ইচ্ছে সত্ত্বেও
বলি বলি করে-
বলা হয়নি যে কথা তোমাকে ।
তাই কিছু বলার অভিপ্রায় নিয়ে
এসেছি আজ,
রক্তিম সন্ধ্যা এই সাঁঝ মায়াতে ।
যদি পারো, আজ কিংবা এখনি,
এই প্রেমাতুর অধম পুরুষ টা কে,
দুরে বহু দুরে ঠেলে দিয়ে-
ঘৃণা করো তুমি,
প্রতিটি নিঃশ্বাসের প্রাণেতে ।
তোমার সম্মুখ সীমান্তে
আমার এই উপস্থিতি,
হৃদয় সত্ত্বার গহীন বালুচরে
আঘাতে আঘাতে করো জর্জরিত,
তীব্র নিন্দায় ও ক্ষোভ করো তব নিন্দিত ।
হৃদয় এই গংঙ্গাচিত্ত্বে                                                                      
এখানে এখন শুধু খুঁজে পাবে-
একটি পরিত্যক্ত প্রেমের
ক্ষতবিক্ষত কালো লাশ ।
যে নিজেকে নিজেই হত্যা করে-
অহংঙ্কারের পতন কিংবা-
পরাজয়ের ভীত রচনা করেছে ।
বলতে পারো এই আগমন-
তোমার পবিত্র প্রেম দুনিয়ায়,
পচন ধরা গন্ধে ভরা
ক্ষত বিক্ষত কালো লাশের,
ক্ষণিক হৃদয় ছায়ে একটু বসবাস ।