তোর ক্ষীন কন্ঠ হৃদয়ে বাজে
সকল রবির ভোরে ।
পড়লো রে মনে তোরে,
বাদল দিনের ঝড়ে ।
ডাকিস কেন তারে ?
অনেক রাতের পরে !
এতো বলি তোরে,
বাঁধবো আমি বাহু ডোরে  
অনেক আপন করে ।
চোখ দু'টিতে
সুরমা কাজল পরে,
কাঁদিস না রে
আসিস দ্বারে,
চুপটি করে
কপলেতে ঐ নীল টিপ টা পরে ।
ভাঁঙ্গবে স্বপন,
দেখ বো তোরে,
হৃদয় কারাগারে,
স্মৃতির আচল ধরে
থাকবো একা ও রে ।
গাইবো সুরে,
নতুন করে,
একটি বীণার তারে ।
নীল পাড়ের ঐ লাল শাড়ী টা পরে,
দুয়ার খুলে শুন্য ঘরে,
পরান খানি ধরে
অন্য রকম করে ।
বলবো ওরে
যাস নে সরে
বাঁধবো তোরে
আপন নীড়ে ।
যাসনে ফেলে আমায় দুরে ।
যাবি যদি ফিরে ?
হয়তো দুরে
অনেক দুরে,
তেপান্তরে ও প্রান্ত রে !
সেথায় না হয় যাব উড়ে,
ক্ষমা করিস মোরে ।
কুড়ি বছর আগে
বলে ছিলেম তোরে
হারায়ে পেয়েছি যারে,
থাকবো একান্ত,ও রে
আমাতে আপন করে ।
জানিস তো না রে !
খ্যাপার মত ঘুরে,
এ জীবন টা রে
তোর মতন করে
পারছি না তো রে
ফুলের মত করে
রাখতে ধরে
তাই তো, মন টা শুধু পোড়ে ।