সুপ্রিয় বন্ধুগণ,
সভাসদের বিপ্লবী সাথীদের রক্তিম অভিবাদন।
মনোরম বিকেলের এই হিম শীতে,
নিমন্ত্রিত অতিথি সকল কে আমার আলিঙ্গন।
মহতী এই সভায়,
কিছু বলার অভিপ্রায় নিয়ে
আপনাদের করেছি তাই আজ  আমন্ত্রণ।
তুলে নিতে হলো হাতে মাইক্রোফোন।
সভাস্থলে উপস্থিত হতে,
জ্যামসংকুল যান্ত্রিক রাজপথ
আমার থেকে কেড়ে নিয়েছে কিছু ক্ষণ ।
জানা নেই,
এ অবস্থা হতে ঢাকাবাসী মুক্তি পাবে কবে কখন ?
মূলত আমার আজকের একটাই ভাষণ,
মানুষের বিরুদ্ধে মানবের দৈবিক নিষ্ঠুর আচরণ।
বিনয়ের সাথে করি তাই নিবেদন,
গুম খুন হত্যা ধর্ষণ নির্যাতন,
সমাজ ও রাষ্ট্রীয় রাজনীতি হতে
চিরতরে করতে চাই উৎপাটন,নিধন ।
মানবে মানবে গড়ে তুলি,
সাম্য ও আত্মীয়তার নিবিড় সম্পর্কের বন্ধন ।
আসুন হাতে হাত রেখে সকলে সবাই,
সমাজ ও সভ্যতা,সততা শপথে সাজাই ।
ক্ষোভ,ঘৃণা,নগ্ন মানুষিকতা,
হৃদয়-মনেতে না করে ধারণ,
আমাতে আমরা সত্য ও ন্যায় কে
                                         অন্তরে করি সাধন ।