এ কোন অশ্রু ধারায়
হৃদয় টাকে ভরালে ?
নিদ্রাহারা নিশি ভোরে
কেন এসে দুয়ারেতে দাঁড়ালে ?
স্বপ্ন দেখা পলাতকা ঘুম বাগিচায়,
বিষাদ ছোঁয়া গান টা তুমি
কেন এসে বাজালে ?
বৃষ্টি ভেজা হিম নিশীথে
তৃষ্ণা রাঙ্গা চোখের কোনে,
এ কি তুমি ইশারাতে জানালে ?
নিশি জাগা বিষণ্ণতা
নাই বা তুমি ভাঙ্গালে ?
টোল পরা ঐ গাল দু'টিতে
মুচকি হেসে কোন খেয়ালে,
রূপের মাদল বাজালে ?
কি ভেবে গো দীঘির জলে
ডুব সাতারে অঙ্গটাকে ভেজালে ?
চুলের গোছায় আঁচল টেনে,
জল মুছে হায়!
রাঙ্গা রেখার দেহের ভাজে,
এ কি তুমি,
জ্যোতির ঝলক দেখালে ?
তন্দ্রাহীনা চুড়ির ঝিলিক,
বুকের ভেতর ছন্দরাগে
ভীষণ তৃষ্ণায়,মিথ্যে মায়ায় মাতালে ?
হায়! প্রেয়সী,অঙ্গ রসের কামুক পটে
লুটবো না তো দারুণ চাপে,
তোর ঐ যাদু খেলার মন্ত্র জালে ।