একটি স্বপ্নকে ঘিরে,
কত যুগ ধরে-
                 একাকী করছি বসবাস ।
অনাবিল আনন্দ ধারা বদলে
পেলাম আজ ই -
'বেদনা বিধুর ভরা,নিদারুণ এক আশ্বাস।'
দুরূহ যত্নে আঁকা,
স্বপ্ন প্রচ্ছদ পটে গাঁথা-
হৃদয়ে পল্লবিত সুনীল বিশ্বাস ।
অবশেষে অনিবার্য কারণে,
           বেদনা বিধুর দহনে,
           রক্ত রঙ্গে রঞ্জিত হল-
ভেতরে বসবাসরত অসীম স্বপ্নের,
                                    নীল আকাশ।'
বিক্ষোভ হতাশায়,
গ্রহ তারাময়ী দুর নিশিতলে,
‘কেঁদে মরে হায়-লালিত স্বপ্নের
                           চিত্রিত সেই ইতিহাস।'
পারিনা বুঝিতে কি কারণে,
কবে যে কখন হৃদয় আকাশ প্রাণে,
                               করিয়াছে সুরবাস ।
বসবাসরত এই স্বপ্নময় প্রাঞ্জল ভুবনে,
                             কিবা এমন কারণে,
সংকীর্ণ নগ্নতায়,
দৈবাৎ বিচ্ছেদ যন্ত্রণায়,
                 কোন অহংঙ্কারে করছে গ্রাস ?
অজানা অন্ধকারে চিরতরে বুঝি আজ,
তাহারে হারায়ে তব,
সঙ্গী হলো আমার,
       দিন যাপনের-'যাপিত দীর্ঘ নিঃশ্বাস ।