তোমাকে যে,শুনতেই হবে-'করভী'
সেই কবে থেকে,
কত সময় ধরে যে, বসে আছি,
ওত পেতে-
তোমাকে বলবো বলে সবই ।
লুকিয়ে থাকা ব্যাদন জ্বালা,
অব্যক্ত মনের কত কথা ।
শুধু তোমাকে বলবো বলেই
আজ আমার এই ছদ্মবেশ,
তোমার বসন্ত দুয়ারে,
আমার অন্যরকম অনুপ্রবেশ ।
'করভী'-
সেই কবে থেকে কখন,
চুরি গেছে আমার মন,
হৃদয় ও মনের স্মৃতিতে-
আসে না তো স্মরণ ।
শুধু জানি,
কথা দিয়ে স্বপ্নের দুরন্ত ভাবনায়,
ঐ দু'টি চোখের চাতুরতায়,
অঙ্গে ভরা রূপের রুপালি মমতায়,
আমাকে মাতায়ে-
ভিক্ষে চেয়ে ছিলে, এই তরুণ জীবন ।
এমনি করে- 'করভী'
তোমার ভালোবাসার মন্ত্র মোহে
একেবারে বন্দি যখন,
এ হৃদয়ের সীমানা পুরাতন
ভেঙ্গে করলে,যুগ সাধনা তৃপ্ত
          সম্ভাবনার দীপ্তি উৎক্ষেপণ ।
ঠিক তখন-ই,
কানেতে বাজলো আওয়াজ,
হে বন্ধু-’তুমি মুক্ত তোমার মতন,
            আমি আমার মতন,
            আকাশে উড়ন্ত-
            সাদা পায়রার মতন,
কিংবা স্বাধীন পতাকার            
           সুর ও ছন্দের মোহনের মতন ।