যে জীবন বন্ধু তোমার,
ফাঁদ পেতে-
গড়েছে একরাশ অন্ধকার,
সেথায় আজ-
নৃত্য হিল্লোলে ছন্দিত হয়,
                    সত্যের ন্যায় তলোয়ার ।
ওরা,পরাজয়ে নিরাশ হতাসায়,
ছিটিয়েছে তাই পথে রংবাজ ।
তোমার ক্ষুদ্র ভালোলাগা জয়তাজ,
দুটি জীবনে-
যে টুকু এনেছে ছন্দের কারুকাজ,    
তাতে পৃথিবীর শ্রেষ্ঠ সবাই
সুখী বুঝি আর কেহ হয় নাই ।
ভুলে যাও,
পিছু সব পুরনো স্মৃতি ইতিহাস,
নিশ্বাসের প্রতিটি শাখায়-
গড়ো শুধু,জগত সৃষ্টির প্রেম বিশ্বাস ।
যেন আর কখনো-
তোমার মন ভুবনের প্রিয় পৃথিবীতে,
তারারার আলোরা-
                    পশ্চাতে,হটে না যায় ।