খুব বেশী মনে নেই আমার ।
কোথায় যেন দেখেছি তারে !
যত দুর মনে পড়ে,
আমার পথের ঐ যে ওপাড়ে,
শেওলা ভরা জলের ধারে,
ডুব সাতারে নয়ন ভরে ,
দেখেছি তারে অঙ্গ জুড়ে,
জলের ধারা দেহের পরে,
চুইয়ে পড়ে থরে থরে।
দস্যি মেয়ে খেলার ছলে,
হয় তো হবে ! ঝোপের ঝাড়ে,
দোল খেয়ে ঐ মেঘের ছায়ে,
বন বনানীর আম্রকুলে,
যাকে তাকে ত্যক্ত করে।
বোধের কায়া !
প্রাণের মায়া,
অভিমানী আমার প্রিয়া,
আয় ফিরে আয় প্রাণের 'রায়া'
দিব তোরে প্রেমে ভরা হৃদয় খেয়া।