কাল সারা রাত,
স্বপ্ন ছায়া রঙিন আঁখিপাত-
আমাকে ঘুম পাড়তে দেয় নি ।
মনের ডালিতে
নির্বাক প্রেমের বিষণ্ণ বেদীতে,
অসংখ্য 'স্মৃতি ফুল' রাখি,
এ চোখে চোখ মাখি,
কিছু ও তো বলে নি ।
তবুও আমি শান্ত ছায়া রঙিন স্বপ্ন প্রেম রাতে,
একাকীত্বের দহন বেদনাতে-
আগমনী চরণ অঞ্জলিতে
প্রশ্নজালে চঞ্চলীনী করে তুলিনি ।
সময়ের সমস্ত জ্বালা এ অন্তর,
মনে হয় নির্মল সূর্যাস্ত ধুসর,
যন্ত্রণা দংশনে নিথর।
কষ্ট অন্তপরানে চালাচ্ছিল-
কলঙ্ক প্রেম বর্বচিত খঞ্জর ।
এ দেহ ও মন নিশ্চুপ,
আমি দেখেছি তাহার স্বরূপ ,
তবুও তাকে ছায়া রঙিন স্বপ্নঘুম প্রেম রাতে,
অনন্ত ঘৃণায় কিছুই বলিনি ।