কি করে যে শুধাই তোরে 'মা' !
যেথায় সুবিশাল এই নীল নীলিমা -
আমাদের কষ্ট জেনেও দেখে না,
ক্ষুদ্র প্রাণের সৎমর্ম বুঝেনা ,
সেথায় কোন আশায় -
নগ্ন ভাবনায় ,
বিস্ফোরক হাতে তুলে নেব না ?
আমিতো ভেবেই পাইনা -
কেন আজ-
তোর সাহসী ছেলেরা নিষ্কর্মা ?
কলঙ্কে পোড়া বোন আক্লিমা ,
রহস্যে মোড়া বেড়ি হাতে-
দুঃখে মরে অযাচিতে ?
নির্ভয়ে পর্বত চুড়াতে-
মাথা তুলে দাঁড়াবার ঠাই পায় না ?
আমাদের এই বন্দি প্রাণের সীমানা
খুঁজে ফিরি অনুক্ষণ-
       '‘দু'চোখে সীমাহীন,
        দুর্জয় বৈচিত্র্য।'