কিছুই  কি মনে নেই তোমার ?
সে দিনের সেই খুন রাঙ্গা নিঝুম রাত ?
মানবে মানবে মানচিত্র ভোগের আতাত ?
হিংস্রো শত্রূর পেতে দেয়া,যুদ্ধ ও সংঘাত ?
কিংবা  মেঝেতে থুবড়ে পড়া,
কত শত ছিন্ন ভিন্ন মানুষের ক্ষত বিক্ষত
রক্তাক্ত লাশের সাথে,প্রিয়ার রক্তপাত ?
কিছুই  কি মনে নেই তোমার ?
মনে নেই ? প্রতিবাদের মিছিল হতে,
প্রতিশোধের গিরিপথে,
অস্রহাতে মানচিত্র সত্তার আত্নাতে,
স্বাধিনতার রুপালী স্রোতে,
বিজয়ের অমর গাথা অহংঙ্কারের কথা ?
আসলে তোমার ভাঙ্গা মনের স্মৃতিতে,
আমার দেহের বাহুর ভাঁজেতে
তেমন কোন চিহ্ন নেই ।