‘কষ্ট’
তুমি কি আমায়-
কখনো ছুঁয়ে দেখেছো ?
জানি ! তুমি বলবে-হ্যাঁ ,
দেখেছি তো কতবার !
‘কষ্ট’কে সাথে নিয়ে একাকী
কতটা সহজ সরলী করন ক্ষণেতে,
জীবনকে করে চলেছো আজও পার ।
কষ্ট তো নয় !
কত টা কষ্ট পেলে,এই আমি-
আমার ভেতরের কণ্টক ভরা ,
‘কষ্ট’ টাকে খুঁজে পাই ।
কি করে প্রতিটা দিন ক্ষণ ,
হৃদয় অন্তপরান দহন চিতায়-
তোমার সঞ্চালনে একাকী পোড়ে ?
কতটা কষ্টের জন্ম নিলে ,
আমার ভেতরের ভাবনা মোড়ানো ,
মায়ার সুতোয় বাধনে বাধা-
‘কষ্ট’ভরা কষ্টের স্মৃতিটাকে,
চিরকালের মত কি ভুলতে চাই ?