কত কাল যাবত-
রক্ত মাখা লাল তানপুরাটা,
                    বেজে উঠে না ।
গুন গুন স্বরে,
বেদনা জড়ানো সেই পিয়ানোটা,
টুং টাং করে সুর তোলে না ।
ঝুল বারান্দায়,
ঝুলে থাকা পুরনো দোলনা টা,
ফাগুন হাওয়ায় দোল খায় না ।
এখন তো আর,
মায়া ভরা সুনীল  ঠোট দু'টা-
শীষ দিয়ে গেয়ে উঠে না ।
নীরব অভিমানে,
কাজল কালো চোখ দু'টো-
কতকাল যাবত,অশ্রু ঝরায় না ।
নিশি ঘুম রাতে,
স্বপ্ন ডাঙ্গায় স্বপ্ন তরীরা এসে,
ভুল করে ভিড় করে না ।
জ্যোৎস্না ভরা আকাশ তারায়-
এখন যে হায়,
চেয়ে থেকে আমায় খুঁজে ফিরে না ।
ভোর পাখিদের মত-
গোলাপ রাঙ্গা ঠোট দু'টো
প্রিয় প্রিয় বলে,
এখন তো আর ডেকে উঠে না ।
কত কাল যাবত
হরিণ টানা চোখ দু'টো'
ইশারা ইঙ্গিতে কথা বলে না ।
আধার ভরা স্নিগ্ধ হাওয়ায়,
ফুল বাগানে সু-বাতাস তো হায়,
দক্ষিণ দুয়ারে ভেসে আসে না ।
দরাজ কণ্ঠে,
হৃদয় ছোঁয়া সেই স্বরলিপি গুলো
জীর্ণ পাতার ডায়রি হতে-
গুন গুন স্বরে এখন তো আর,
সুর  তোলে গেয়ে বেড়ায় না ।