চল যাই সব চলরে তোরা
                     মাটির ঘরে চল ।
ডাকছে ওরে নায়ের মাঝি,
সন্ধ্যা তারার স্বপন ভেঙ্গে
চল ছুটে যাই মাটির ঘরে,
                     চল চল চল চল ।  
নোঙ্গর ফেলে ডাকছে মাঝি,
আয় ছুটে আয় মোহের পাগল,
মিথ্যেময়ী আসল নকল,
উজির নাজির নষ্ট সকল,
জালেম জুলুম ভ্রষ্ট শতদল,
                     চল চল চল চল ।
চল ছুটে যাই মাটির ঘরে চল ।
কে যাবিরে আয় ছুটে আয়-
দীনের প্রতীক ঘোরের গথিক,
কল্পলোকে অন্ত পথে অগ্রপথিক,
নিত্যকালে দুর্যোধনে পোষ্য সাথী,
তরুণ পুরান তন্দ্রাহারা সব্যসাচী.
কই রে তোরা ! আয় ছুটে আয় !
চল ছুটে যাই মাটির ঘরে,
পরাণ মাঝি,ডাকছে ওরে-
                     চল চল চল চল ।
                     মাটির ঘরে চল ।