ধুপছায়া ঐ মেঘলা আকাশ,
হাত বাড়িয়ে-আমার ইচ্ছে গুলো
ভিজিয়ে নিলাম,
হৃদয় মোহন অশ্রু জলে ।
ছল ছল কল্লোলে-ঐ যে দোলে,
আমার হিয়ার রঙ্গ মহলে,
ঝলক রাঙ্গা কালো বরণ অঙ্গমূলে ।
দেয় যে দোল দুয়ার খুলে,
ললাট রেখা- নরম চরম চুম্বনে ।
আলো ঝল মল,বৃষ্টি ভেজা পদ্ম কমল,
মুক্ত গগন মেঘ গম গম,
আমার কলম-রূপান্তরের অঙ্গনে,
হয়তো তাহার কষ্ট শুধা কান্না গুলো,
বর্ষাঝরা বারিজলে-অমিত খোজে সন্ধানে ।
প্রেম প্রীতি মধুর স্মৃতি,সীমাহীন সারা দিন,
ধূসর জ্বালা একলা পথে,
সন্ধি মাগে তাহার সাথে-
ধুপছায়া ঐ মেঘলা আকাশ প্রাঙ্গণে ।