তারা ভরা রাতের
বিসৃত সু-নীল ঐ নীল আকাশ,
তার ই বুক চিড়ে
থেকে থেকে চলেছে ছুটে ,
দুর নিখিলে কোন অজানায়-
ভেসে ভেসে যাযাবর মেঘগুলো ?
কোথা কোন অপরূপা মায়াবী ধরা প্রান্তে,
বরষা বিলাসে মিতালী করে
অরুণ প্রভাত কিরণে সাজাতে চাও ;
অনন্ত প্রেম সবুজে চির নতুনের আলো ?
নিঃসঙ্গ একাকী ঘরশুন্য ,
জানালার ধারে বসে-থেকে থেকে ,
মেঘ ভায়াদের ঝলকি স্বপ্ন সুখের গান শুনি ।
মনেতে কত কি যে খুঁজি,
বিক্ষিপ্ত বাসনালয়ে ঘুম বিভোরে-
প্রহর রাত্রির কষ্টের দিন গুনি ।
বলে কি দেবে-হে বর্ষা ভেজা সিক্ত শ্রাবণ !
ঐ সাজভরা সুরভিত আগমন,,
ক্রমেতে কোন কাল যুগের গর্ভ হতে ,
এসেছো যে তুমি-প্রকৃতির শোভাতে ?
কত প্রেম ভালোবাসা লয়ে ,
এ নশ্বর পৃথিবীর মানব মানবীকে-সাজাতে ,
তোমার মমতায় অনন্ত মায়াতে ?
গো-ধুল ধোঁয়া ঐ ঘের দিগপ্রান্তর,
কখন যে হেসে খেলে হারায় ,
পুরানা জল ভরা ঐ তীর ভাঙ্গা- ডাঙ্গায় !
কত কি যে সাথে নিয়ে তাড়ায়,
যায় দিন চলে যায় ;
বিক্ষিপ্ত ভাবনার,বিসৃত মোহনায় ।
শহুরে যান্ত্রিক জীবনাচারে ,
টুং টাং শিহর জাগা নানান শব্দ ভীড়ে,
হারায়ে পাইনিকো আজও খুঁজে যারে,
পাবো যে কি করে তারে ?
ও হে-বলে দাও ওগো,
মেঘদের মেঘবিরহী নীলাকাশ ;
সাজভরা যাযাবর শ্রাবণের মেঘ প্রণয়ীরা,
আমার প্রেম সুধা মধুরালয়ে,
জাগাবে কি আজ এই ক্ষণে-
আনন্দ সুধাভবে ছন্দভরি মর্মরি হিল্লোল ?