তুচ্ছ তাচ্ছিল্য মোহন সুরে
বন্ধু তুমি,
ডাকছো কেন হে! এমন করে ?
নষ্টে ভরা কষ্টে পোড়া জীবনটাতে,
হৃদয় জুড়ে যার অশ্রু ঝরে-
কি করে দেই !এমন জীবন,
বিলিয়ে আমি সবার তরে ?
অন্ধ পাড়ায় ছন্দ হারা,হয় তো স্বাধীন !
ভাবের হৃদয় ভবের রোহে হয় তো রঙ্গিন !
যদি বলি-দহন দ্রোহে নেই তো মিল ?
শুভ্র সাদা মেহেদী বোটা শিউলি ফুল,
প্রেম টা ছিল ষোল আনা ই ,আমার ভুল ।
আবেগ ছিল বড়ই বেকুল,
পাইনি তখন কোন ই কুল।
দারুণ আছি এই তো বেশ,
এই তো আমার মা'য়ের দেশ ।
ঐ দ্যাখো হে ! ডাকছে দ্যাখো,
রাতের নিশি মোহন সুরে,
জীবন টাতে সঙ্গীপাতে-
তিন মরমীর লালচে ঠোঁটে,
মাঝ রাতে, ঐ রসের রথে ।
গন্ধে মাতে এই দেহ,
নেশার মোহে মদ্যপাতে রাত কাটে ।
পুড়তে পুড়তে মানতে মানতে
আজ আমি এই পথে,
আমার সাথে নেই তো কেউ, সঙ্গী পটে ।
উদাস টানা জীবন টাতে
তাই তো মাতে ঘুরপাকে,ভুল পথে ।
হৃদয়হীনা প্রাণের সাথে খুন হাটে ।