বাদল রাতের এই নিঝুম বর্ষাপ্রাতে,
আমি আমার রুধির রাঙ্গা হৃদয়টাকে-
                                       নিলাম দেবো ।
জলছোয়া ঐ শাপলা বিলের শোভাপ্রাতে,
আমি আমার অন্তহীন আবেগটাকে-
                                       নিলাম দেবো ।    
পুর্নিমার ই চন্দ্রালোকে মোহনপ্রাতে,
আমি আমার পত্রপুট স্বভাবটাকে-
                                       নিলাম দেবো ।
সুভ্রসাদা কাশবনের ই শরৎপ্রাতে,
আমার প্রেমিক মনের ইচ্ছেটাকে-
                                       নিলাম দেবো ।
বসন্তের ই আগুন ঝরা নবীন বৈশাখেতে,
আমি আমার ঘুম রাত্রির ইচ্ছেটাকে-
                                       নিলাম দেবো ।
গোধুল ধোঁয়া শ্রান্ত সাঁজ ঐ সন্ধ্যাপ্রাতে,  
আমি আমার বেদনাবিধুর দুঃখটাকে-
                                       নিলাম দেবো ।
জীবনবোধের অরুণদ্বীপ্ত জোয়ার প্রাতে,
আমি আমার বন্ধ মনের অসীমটাকে-
                                       নিলাম দেবো ।
জোস্না ঝরা এই চিত্রবরন নিশিপ্রাতে,
আমি আমার স্বপনচারী সঙ্গোটাকে-
                                       নিলাম দেবো ।
রৌদ্দু্র ঐ ছন্নহারা রাঙ্গা কিরন প্রাতে,
আমি আমার কামুকমনের মোহটাকে-
                                       নিলাম দেবো ।
পাহাড় চুড়া রিনিক ঝিনিক ঝলক প্রাতে,
আমি আমার রক্তক্ষরন কষ্ট ভরা যন্রনাকে-
                                       নিলাম দেবো ।
কার্তিকের এই নীলাম্বরী গগনপ্রাতে,
আমি, তাহার দেয়া সরল বরণ প্রেমটাকে-
                                       নিলাম দেবো ।
আমার লেখা কাব্য প্রেমের পদ্ম গুলো,
হারিয়ে যাওয়া আমার প্রিয়ার কাছে-
                                       নিলাম দেবো ।
আমি আমার   নৈতিকতার বিধান টাকে,
যেমন তেমন কাহার সনে তাদের তরে
                                       নিলাম দেবো ?