অন্য আরেক নেশায়
      বেঁচে থাকা


          নিয়ামুল কাদিম লোটাস


মূলত এখন ,
আমার ভেতর কোন কাব্যের বাণী নেই।
সৃজনশীল কর্মের প্রচণ্ড উদ্দামতাও নেই।
আরও নেই ,
আমার মানস অস্তিত্বে -
                নির্ভেজাল প্রত্যাশা।
এই ষে,
হাতের কলমটির ও
         মারমুখী ঐতিহাসিক ধার নেই।
ভেঙ্গে গুড়িয়ে,
মৃত্যুর ঘণ্টা বাজিয়ে ,
শেষ লগ্নের পৃথিবীকে,অযথা -
একটু ও অমর বাণী সুধাতে চায় না।
টিকে থাকতে দিতে চায় না,
ধরিএীর মানচিত্রে আবর্জনা হয়ে।
আসলে এখন,
অপমৃত্যু ছাড়া আমার চোখর              
         এই নীল তারায় ,কোন সুখস্বপ্ন নেই ।
শুধু আকাশসম জ্বালা লয়ে,
এ কালো সময়ের বুকে মাথা রেখে -
বেঁচে থাকা ,"অন্য আরেক নেশায় । "